শীতে ঝরা ফুল
পৌষ-মাঘ নয় ডিসেম্বরের শীত, মজার সময়, চা-ভাজাপোড়া-বিরিয়ানী চলে, ওয়েদারটা বেশ; আর গাজায় ঠান্ডায় ফ্যাকাশে বিবর্ণ হয়ে শিশু মরে, দুমাস-দুবছর-দশবছর আঠারো একুশ সব, উপর থেকে মরণ নামে, চারদিক থেকে নামে শীত, খাবার নেই জামা নেই জুতা নেই, আছে ক্ষুধা আর রক্ত বিয়োগ।
পৌষ-মাঘ নয় ডিসেম্বরের শীত,
মজার সময়, চা-ভাজাপোড়া-বিরিয়ানী চলে,
ওয়েদারটা বেশ;
আর গাজায় ঠান্ডায় ফ্যাকাশে বিবর্ণ হয়ে শিশু মরে,
দুমাস-দুবছর-দশবছর আঠারো একুশ সব,
উপর থেকে মরণ নামে, চারদিক থেকে নামে শীত,
খাবার নেই জামা নেই জুতা নেই, আছে ক্ষুধা আর রক্ত বিয়োগ।
ভালোবাসা মরে, প্রেম মরে, স্নেহ মরে শ্রদ্ধা মরে,
আর মরে ফুল ক্ষুধা আর শীতে, গরম হলে গরমে।
পৃথিবীর চোখ কানা, আর আমরা বধীর-কানে কম শুনি বটে,
একটু কম শোনা, একটু কম দেখা সুশীলীয়-ভালো, জাত বজায় থাকে।
মরুক দুচার-বিঘা শিশু, কী যায় আসে।
আমরা তো খাচ্ছি বেশ, পরছি বেশ, উড়ছি বেশ,
আর কী চাই, ভিসা আছে আর ধুতির তল আছে, নিশ্চিন্ত।
সুশীলীয়তা চলছে বেশ।
২৫ সালীয় শান্তিতে নোবেলটি কাদের পাওয়া উচিৎ?
বঙ্গীয়-সুশীলগণ? না, এরা তেমন অবদান রাখতে পারেনি।
ইসরায়েল আর আমেরিকা পাক,
দায়িত্বের সাথে অনেক শিশু মেরেছে তারা।
মাহফিলে দেখুন/পড়ুন “শীতে ঝরা ফুল - হযরত মাওলানা হাসান উদ্দিন ভাসানী”
